শনিবার,

০৫ এপ্রিল ২০২৫,

২২ চৈত্র ১৪৩১

শনিবার,

০৫ এপ্রিল ২০২৫,

২২ চৈত্র ১৪৩১

Radio Today News

জনগণের বাইরে চলে যাবে এমন কোনো সংস্কার বিএনপি মেনে নেবে না: আব্বাস

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩৯, ৪ এপ্রিল ২০২৫

আপডেট: ১৮:৪০, ৪ এপ্রিল ২০২৫

Google News
জনগণের বাইরে চলে যাবে এমন কোনো সংস্কার বিএনপি মেনে নেবে না: আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং বিচার সময়ের দাবি। বিমস্টেক সম্মেলনে যদি শুধু শেখ হাসিনার প্রত্যাবর্তনের কথা হয়ে থাকে, তবে আমি সেখানে একটু যোগ করতে চাইবো- উনার যারা সাঙ্গপাঙ্গ আছে তাদেরও যেন ফেরত দেয় ভারত।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকে বাংলাদেশের দাবিগুলোর বিষয়ে এক প্রশ্নের উত্তরে শুক্রবার (৪ এপ্রিল) ঢাকায় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।   

মির্জা আব্বাস বলেন, ভারতের উচিত শেখ হাসিনাকে অবিলম্বে ফেরত পাঠিয়ে দেওয়া। যেন তার বিচারটা হয়। একটা ফ্যাসিস্টের বিচার হওয়া খুব জরুরি। এটা শুধু বাংলাদেশের জন্য না, সারাবিশ্বের জন্য খুবই জরুরি। কোনো ফ্যাসিস্ট কখনো বিনা বিচারে পর পেয়ে যেতে পারে না। 

তিনি বলেন, আমি বিশ্বাস করি, ভবিষ্যতে ড. ইউনূস সাহেব আরও ভালো কিছু আলোচনা করবেন। 

ড. ইউনূসের নির্বাচন ইস্যুতে আলোচনার বিষয়ে তিনি বলেন, একটা সরকার কতদিন বিনা নির্বাচনে থাকতে পারে? এটা সম্ভব না। যদি বিনা নির্বাচনে সরকার থাকতে পারতো তাহলে তো হাসিনাই পারতো। হাসিনা যেহেতু নির্বাচিত ছিল না, তাই তাকে বাধ্য হয়ে চলে যেতে হয়েছে। 

এ সময় সংস্কার নিয়ে তিনি বলেন, দেশের স্বার্থের এবং দেশের জনগণের বাইরে চলে যাবে এমন কোনো সংস্কার বিএনপি মেনে নেবে না। এমন কিছু প্রস্তাব যেগুলো বাংলাদেশের মানুষের সঙ্গে মানানসই নয়। সেগুলো আমরা কেন মানবো?   

তিনি বলেন, এক গ্রুপ আছে দেশে ও আরেক গ্রুপ আছে বিদেশে— যারা নির্বাচনের কথা বাদ দিয়ে সংস্কারের কথা বলছেন। আবার তারা বলছেন, সংস্কারের কথা শুনলেই বিএনপির মেজাজ খারাপ হয়ে যায়। আমি বলবো, বিএনপি কখনো সংস্কারের বিপক্ষে নয়। একইসঙ্গে বিএনপি নির্বাচনেরও পক্ষে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের