শনিবার,

০৫ এপ্রিল ২০২৫,

২২ চৈত্র ১৪৩১

শনিবার,

০৫ এপ্রিল ২০২৫,

২২ চৈত্র ১৪৩১

Radio Today News

আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১২

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:৩০, ৪ এপ্রিল ২০২৫

Google News
আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১২

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুরসহ একজনের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বৃহস্পতিবার বিকাল থেকে রাত ৮ টা পর্যন্ত কয়েক দফায় চলা এ সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন।

পূর্ব বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হারুন মিয়ার ছেলে মিন্টু মিয়া। অপর পক্ষের নেতৃত্ব দেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আফছার মাতুব্বরের সমর্থক বেলায়েত মোল্যা।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধ ও দলীয় কোন্দল নিয়ে দুপুরে দুপক্ষের সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় বেলায়েত মোল্যার সমর্থক আজিজুল শেখকে (৪১) কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় উভয় পক্ষের বাড়িঘর ভাঙচুর চালানো হয়। আওয়ামী লীগ সমর্থক কৃষক কবির শেখের বসতঘরসহ ১০ থেকে ১২টি ঘর ও পাটখড়ির গাদায় অগ্নিসংযোগ করা হয়।

এ বিষয়ে বেলায়েত মোল্যা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিন্টু মিয়া ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি টিটুল মিয়া এলাকায় থাকতে হলে আমার কাছেসহ অনেকের কাছে টাকা চান। বিভিন্ন সময় হুমকি দিয়ে বলে আসছে, এলাকায় থাকতে হলে টাকা দিয়ে থাকতে হবে। টাকা না দেওয়ায় কয়েকদিন আগে আমাকে মারধর করা হয়। এরপরও আমি চুপচাপ ছিলাম। কিন্তু ওরা পায়ে পাড়া দিয়ে ঝামেলা করতে আসে। কতক্ষণ ধৈর্য ধরে থাকা যায়।’

বিএনপি নেতা মিন্টু মিয়া অভিযোগ করে বলেন, ‘রমজানে পার্শ্ববর্তী খলিশপুট্টি মাঠে ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে গ্রাম থেকে লোকজন নিয়ে যাওয়ায় আমার ওপর আফছার চেয়ারম্যানের দুই ছেলে নাজমুল ও স্বপন ক্ষিপ্ত হয়। এর জের ধরে আজকের ঘটনা। ওরাই হামলার নেতৃত্ব দিয়েছে।’ চাঁদা চাওয়ার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ‘ওরা মিথ্যাচার করছে।’

সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, ‘পূর্ব বিরোধের জেরে গ্রামের আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। একটি বাড়িতে ভাঙচুরসহ কয়েকটি খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের