
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বহু বছর পর জাতি মুক্ত বাংলাদেশে ঈদ উদযাপন করছে।
আজ রোববার (৩০ মার্চ) সন্ধায় নিজের ভেরিৃফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে মির্জা ফখরুল লেখেন, আমি এবং আমার স্ত্রী আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আপনাদের সবাইকে ধন্যবাদ সবসময় সমর্থন জানানোর জন্য। ঈদ প্রিয়জনের সাথে যারা উদযাপন করতে পারছেন তারা ধন্য, এবং যারা পারছেন না, দয়া করে মনে রাখবেন আমরা সবসময় আপনাদের সাথে আছি।
তিনি আরও লেখেন, জাতির সেবা করতে পারা আমার জন্য সবচেয়ে সম্মানের বিষয়।
তিনি আশা প্রকাশ করে লেখেন, আপনারা সবাই একটি আনন্দময় ঈদ উদযাপন করতে পারবেন।
পোস্টের শেষে সবাইকে ঈদ মোবারক জানান মির্জা ফখরুল।