সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৬ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৬ চৈত্র ১৪৩১

Radio Today News

চীন সফরের আগে ভারত যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুর প্রতিবেদন

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৩, ২৭ মার্চ ২০২৫

আপডেট: ০৯:৩৪, ২৭ মার্চ ২০২৫

Google News
চীন সফরের আগে ভারত যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুর প্রতিবেদন

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীন সফরের পূর্বে ভারতে সফর করার প্রস্তাব করেছিলেন। তবে গত বছরের ডিসেম্বরে পাঠানো অনুরোধে ভারতের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানিয়েছেন।

দ্য হিন্দুর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ড. ইউনূস আজ ২৬ মার্চ চীন সফরে যাচ্ছেন। সেখানে তিনি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বৈঠক, পিকিং বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডক্টরেট লাভ ও বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করবেন।

চীন সফরের সময় তিনি বিভিন্ন চীনা বিনিয়োগকারীর সাথে বৈঠক করবেন এবং বাংলাদেশের উৎপাদন খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরবেন।

চীন সফরের পর ৩-৪ এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ সময় থাইল্যান্ডে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠকের বিষয়ে ভারতের উত্তরের অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে সাক্ষাৎকারে তাকে ‘চীনা জনগণের পুরনো বন্ধু’ হিসেবে অভিহিত করা হয়েছিল এবং বাংলাদেশে সৌর প্যানেল তৈরির জন্য চীনের প্রতি আহ্বান জানানো হয়েছিল।

এছাড়া তিনি দেশের ভৌগোলিক অবস্থান ও দীর্ঘ উপকূলরেখাকে কাজে লাগিয়ে বাংলাদেশকে ভারতের উত্তর-পূর্বাঞ্চল, নেপাল, ভুটান ও চীনের জন্য একটি ব্যবসা-বান্ধব অর্থনীতি হিসেবে তুলে ধরতে গুরুত্ব দিচ্ছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের