সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

সোমবার,

৩১ মার্চ ২০২৫,

১৭ চৈত্র ১৪৩১

Radio Today News

স্মৃতিসৌধে আ. লীগের ঝটিকা মিছিল, জনতার ধাওয়া, আটক ৩

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:০৮, ২৬ মার্চ ২০২৫

Google News
স্মৃতিসৌধে আ. লীগের ঝটিকা মিছিল, জনতার ধাওয়া, আটক ৩

সাভার জাতীয় স্মৃতিসৌধে ভিন্ন ব্যানারে ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির করার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ মার্চ) আশুলিয়া থানা পুলিশ তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহান স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন করতে আসাদের মধ্যে ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ হঠাৎ ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এ সময় সেখানে উপস্থিত জনতা ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। সে সময় পুলিশ ৩ জনকে আটক করে।

পুলিশ বলছে, তারা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করার নাম করে সৌধ প্রাঙ্গণে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালানোর জন্যই এমন কাজ করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং মহাসচিব মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদ সেলিম রেজা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগ কেন্দ্রীয় সংসদ এর সদস্য মো. শহিদুল ইসলাম ও আশুলিয়ার দক্ষিণ গাজীরচট এলাকার মো. সোহেল পারভেজ।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের