শুক্রবার,

২৮ মার্চ ২০২৫,

১৩ চৈত্র ১৪৩১

শুক্রবার,

২৮ মার্চ ২০২৫,

১৩ চৈত্র ১৪৩১

Radio Today News

নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইইউ: খসরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৭, ২০ মার্চ ২০২৫

Google News
নির্বাচন ও সংস্কার ঘিরে প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় ইইউ: খসরু

নির্বাচন ও সংস্কার ঘিরে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) প্রাতিষ্ঠানিক সহযোগিতা করতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২০ মার্চ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বৈঠকে বর্তমান বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও বৈদেশিক সম্পর্কের পাশাপাশি সংস্কার কমিশনের ঐকমত্য সৃষ্টির প্রচেষ্টা নিয়ে আলোচনা হয়েছে। যেসব সংস্কার বিষয়ে ঐকমত্য হবে, সেগুলোর কাজ এগিয়ে যাবে। আর যেগুলোতে ঐকমত্য হবে না, সেসব বিষয় সংসদের মাধ্যমে চূড়ান্ত হবে।

এর আগে বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও দলটির ৩ সদস্যদের একটি প্রতিনিধি দল অংশ নেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের