শুক্রবার,

২১ মার্চ ২০২৫,

৭ চৈত্র ১৪৩১

শুক্রবার,

২১ মার্চ ২০২৫,

৭ চৈত্র ১৪৩১

Radio Today News

কিছু উপদেষ্টা ও দলের সুর কিছুটা ভিন্ন: তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১৪, ১৯ মার্চ ২০২৫

Google News
কিছু উপদেষ্টা ও দলের সুর কিছুটা ভিন্ন: তারেক রহমান

 অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা নির্বাচন নিয়ে নেতিবাচক বক্তব্য দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, এমন বক্তব্য ভুল বার্তা দিচ্ছে রাজনীতির মাঠে।

আজ বুধবার (১৯ মার্চ) রাজধানীতে রাজনীতিবিদদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। 

তারেক রহমান বলেন, ‌ধর্মীয় উগ্রবাদীদের নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিলে বহির্বিশ্বে বাংলাদেশের ইমেজ সংকটে পড়তে পারে। 

তিনি নির্বাচনের রূপরেখা স্পষ্ট হলে জনগণের মধ্যে থাকা নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় দূর হবে বলে মন্তব্য করেন। 

তারেক রহমান বলেন, হঠাৎ করে অতীতের মতো ধর্ষণ ও নারী নির্যাতন বেড়েছে। নারী ও শিশুদের নিরাপত্তা না দিতে পারলে দেশ পিছিয়ে পড়বে।

তিনি বলেন, দেড় দশকে ফ্যাসিবাদী শাসনের কারণে ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ ধ্বংস করা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের