শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

৩০ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

৩০ ফাল্গুন ১৪৩১

Radio Today News

চাকরিচ্যুত সেই সাংবাদিকদের নিয়ে করা হাসনাতের পোস্ট ভাইরাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১৫, ১৪ মার্চ ২০২৫

Google News
চাকরিচ্যুত সেই সাংবাদিকদের নিয়ে করা হাসনাতের পোস্ট ভাইরাল

চাকরিচ্যুত সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দেয়ার দাবিতে এবার মুখ খুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘এখন’ টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে।  

গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। এরই মধ্যে পোস্টটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, এখন টিভির সাংবাদিকদের চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা এই দ্বিমত প্রকাশের স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। আপনার এই গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম। তিনি আরও লেখেন, ‘শুধু মত প্রকাশ নয়, দ্বিমত প্রকাশও অব্যাহত থাকুক। ’

এর আগে, মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণ ও নির্যাতনের ঘটনায় মারা যাওয়া শিশুটির জানাজার পর লাশের খাটিয়া কাঁধে করে নিয়ে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

উল্লেখ্য, ওই সময়ই টেলিভিশনটির লাইভ চলাকালীন ‘এখন’ টিভির সাংবাদিকদের অশালীন মন্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের