বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

ডিসেম্বরে নির্বাচন নিয়ে মেরুকরণ তিন দলে, সিইসির বক্তব্য ‘এখতিয়ার বহির্ভূত’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৫, ১২ মার্চ ২০২৫

আপডেট: ১৬:০৬, ১২ মার্চ ২০২৫

Google News
ডিসেম্বরে নির্বাচন নিয়ে মেরুকরণ তিন দলে, সিইসির বক্তব্য ‘এখতিয়ার বহির্ভূত’

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা বেড়েই চলেছে। বিএনপি ও তার জোট শরীক দলগুলো ডিসেম্বরেই নির্বাচনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে।

অপরদিকে, জামায়াতে ইসলামী ও এনসিপি (ন্যাশনাল পিপলস পার্টি) নির্বাচনের জন্য বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছে। তবে ডিসেম্বরে নির্বাচন হলে তাদের প্রস্তুতি রয়েছে বলেও স্পষ্ট করেছে তারা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সম্প্রতি বলেছেন, ডিসেম্বরের টাইম লাইন অতিক্রম করতে চায় না কমিশন। তার এই বক্তব্য রাজনীতির মাঠে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। বামদলগুলো সিইসির বক্তব্যকে সমর্থন জানালেও, জামায়াত ও এনসিপির নেতারা বলেছেন, নির্বাচনের তারিখ নির্ধারণের এখতিয়ার সরকারের, কমিশনের নয়। তারা সিইসির মন্তব্যকে ‘এখতিয়ার বহির্ভূত’ হিসেবে অভিহিত করেছেন।

বিএনপি এবং বামপন্থী দলগুলো আশা করছে, সরকার ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করবে এবং তারা সেই অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী ও এনসিপি নেতারা বলেছেন, গেলো ১৫ বছরে অনেক ভোটার ভোট দিতে পারেননি, এবং তড়িঘড়ি জাতীয় নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটতে পারে এমন আশঙ্কা প্রকাশ করছেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের