
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতে বসে বাংলাদেশকে ধ্বংস করার চক্রান্ত চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। আর সে কাজে ব্যবহৃত হচ্ছে দেশ থেকে লুট করা অর্থ।
রোববার (৯ মার্চ) রাজধানীর আইডিইবি ভবনে ঢাকাস্থ লালমোহন জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা দরকার।
শেখ হাসিনার আমলে ইউপি চেয়ারম্যানও ১৫ হাজার কোটি টাকার মালিক হয়েছে উল্লেখ করে হাফিজ উদ্দিন বলেন, দেশের স্বাধীনতা ও স্বার্থ অক্ষুণ্ন রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।