
যুব ও ক্রীড়া উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জনগণের মধ্যে বিভক্তি কিংবা দেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করার যে কোন প্রোপাগান্ডাকে কঠোর হস্তে দমন করবে সরকার।
আজ বৃহস্পতিবার নিজ ফেসবুক আইডিতে কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন ঘোষণা অনুষ্ঠানের উদ্ধৃতি দিয়ে তিনি আরও লিখেছেন, পরাজিত ফ্যাসিবাদীদের মিত্র পরাশক্তি নিয়ে এদেশের জনগণকে বিভক্ত করার জাতীয় ও আন্তর্জাতিক সকল প্রচারণা, এদেশের জনগণকে সাথে নিয়ে বর্তমান সরকার কঠোর হস্তে দমন করবে।
একই পোস্টে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম লিখেছেন, `আমরা ক্ষমতার জন্য রাজনীতিতে আসিনি, আমরা আসছি আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ নির্মূল করে নতুন এক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে!'