শুক্রবার,

০৭ মার্চ ২০২৫,

২২ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

০৭ মার্চ ২০২৫,

২২ ফাল্গুন ১৪৩১

Radio Today News

শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই : আমীর খসরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:১৯, ৫ মার্চ ২০২৫

Google News
শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই : আমীর খসরু

শেখ হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সামনে যারাই ক্ষমতায় যাবে হাসিনাসহ আওয়ামী লীগের অন্য অপরাধীদের বিচারে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

বুধবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ শিপ ব্রেকার অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে জাহাজ পুনর্ব্যবহারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে এ মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এসময়, জাহাজ ভাঙা ইন্ডাস্ট্রিগুলো দেশের অর্থনীতির বড় জায়গা উল্লেখ করে শিল্পের বিকাশে প্রতিটি অ্যাসোসিয়েশন নিয়ন্ত্রণমুক্ত রাখার তাগিদ দেন তিনি। 

পরে, সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির এই নেতা জানান, নির্বাচিত সরকার সংসদে গিয়ে ঐকমত্যের ভিত্তিতে যে কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এখনই মৌলিক কোন বিষয় সমাধান সম্ভব না।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের