
রাজনীতিতে যোগ দেওয়ার পর কিছু মানুষ ডা. তাসনিম জারাকে 'গে অ্যাক্টিভিস্ট' হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এ বিষয়ে নিজের বক্তব্য তুলে ধরেছেন এবং দাবি করেছেন যে, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
ডা. তাসনিম জারা বর্তমানে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলটি ঘোষণার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পক্ষ তার পেশাগত কাজ নিয়ে সমালোচনা শুরু করেছে, এবং নানা মিথ্যা অভিযোগ করা হচ্ছে তার বিরুদ্ধে।
ফেসবুক পোস্টে ডা. তাসনিম জারা বলেন, "রাজনীতিতে আসার পর আমাকে গে অ্যাক্টিভিস্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করছে কিছু মানুষ। তাদের দাবি হচ্ছে, আমি ব্র্যাকের সঙ্গে এই কাজ করি।" তিনি বলেন, "আমি এ বিষয়ে সত্যটা তুলে ধরব, যাতে কোনটা সত্য আর কোনটা বানানো গল্প, সেটা আপনি নিজেই ধরতে পারেন।"
তিনি আরও জানান, "ব্র্যাকের সঙ্গে SRHR (Sexual and Reproductive Health Rights) নিয়ে সচেতনতামূলক তিনটি ভিডিও আমি তৈরি করেছি। এই ভিডিওগুলোর বিষয়বস্তু এবং লিংক সহ তিনি শেয়ার করেছেন, এবং সেগুলি তার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে এক বছরেরও বেশি সময় ধরে রয়েছে।"
ভিডিওগুলোর বিষয়বস্তু ছিল:
মাসিক অনিয়মিত হলে কী করতে হবে - মেয়েদের মাসিক অনিয়মিত হলে কীভাবে চিন্তা করবেন এবং কিভাবে চিকিৎসকের কাছে যেতে হবে।
(https://www.facebook.com/DoctorTasnimJara/videos/402849398757714)
স্বপ্নদোষ এবং তার প্রভাব - স্বপ্নদোষ হলে শরীর দুর্বল হয়ে যায় কিনা, এবং কতবার স্বপ্নদোষ হওয়া স্বাভাবিক তা নিয়ে ছিল আলোচনা।
(https://www.facebook.com/DoctorTasnimJara/videos/667255245426418)
কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য - দুশ্চিন্তা দূর করার প্রমাণিত টেকনিক শিখানো হয়েছে।
(https://www.facebook.com/DoctorTasnimJara/videos/420114260452412)
তিনি বলেন, "এই তিনটি ভিডিওর কমেন্ট পড়লে দেখতে পাবেন, অনেক মানুষের উপকার হয়েছে। যারা এটিকে গে অ্যাক্টিভিজম হিসেবে তুলে ধরছেন, তাদের উদ্দেশ্য কী সেটা তাদের নাম-পরিচয় এবং আগের পোস্টগুলো দেখে বুঝতে পারবেন।"
ডা. তাসনিম জারা আরও জানান, ব্র্যাকের সঙ্গে তার একমাত্র কাজ নয়। তিনি ব্র্যাকের সঙ্গে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের উপায় নিয়ে একটি প্রজেক্টে কাজ করেছেন এবং করোনাকালীন সময়েও সহযোগিতা করেছেন।
এমন অভিযোগের বিরুদ্ধে তিনি দাবি করেছেন যে, তার কাজ সামাজিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এবং এর মধ্যে কোনো ব্যক্তিগত অথবা রাজনৈতিক উদ্দেশ্য নেই।