শনিবার,

০১ মার্চ ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

শনিবার,

০১ মার্চ ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না: নাহিদ ইসলাম

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Google News
ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না: নাহিদ ইসলাম

বাংলাদেশকে আর কখনো বিভাজিত করা যাবে না উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে ভারতকেন্দ্রিক বা পাকিস্তানপন্থি কোনও রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সবার ঐকমত্যের ভিত্তিতে রাজনীতি ও রাষ্ট্র বিনির্মাণ করবো।

শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন এই দল। সে অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন নাহিদ ইসলাম। জুলাই অভ্যুত্থানকারী ছাত্র-জনতা, শহীদ পরিবারের সদস্য ও রাজনৈতিক দলের নেতাদের সংগ্রামী সালাম জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এই মঞ্চ থেকে সামনের কথা বলতে চাই। পেছনের ইতিহাসকে অতিক্রম করে এক স্বপ্নের বাংলাদেশের কথা বলতে চাই। বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ। এতো আত্মত্যাগ শুধু একটি সরকারকে হটিয়ে আরেকটা সরকার বসানোর আন্দোলন না।

লিখিত বক্তব্যের আগে নাহিদ আরও বলেন, আমরা সামনের কথা বলতে চাই। পেছনের ইতিহাস অতিক্রম করে সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই। এরপর জুলাই গণ-অভ্যুত্থানের ‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’ স্লোগানটি তুলে ধরে বলেন, বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ। আজকের মঞ্চ থেকে শপথ, বাংলাদেশকে বিভাজিত করা যাবে না।

নাহিদ ইসলাম বলেন, আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। আমরা পেছনের ইতিহাসকে অতিক্রম করে একটি স্বপ্নের বাংলাদেশের সম্ভাবনার কথা বলতে চাই। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন দলের দায়িত্ব নেয়া নাহিদ ইসলাম আরও বলেন, আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে জনগণকে দুর্বল করে রাখা হয়েছিল, রাষ্ট্রকে দুর্বল করার যে ষড়যন্ত্র চলছিল- সেটি আমরা জুলাই অভ্যুত্থানে সব দলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের