শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

মসনদে কে বসবে, তা ভারত নয় এই ভূখণ্ডের মানুষ নির্ধারণ করবে: হাসনাত

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৩৭, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Google News
মসনদে কে বসবে, তা ভারত নয় এই ভূখণ্ডের মানুষ নির্ধারণ করবে: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বাংলাদেশের গণভবনে কে যাবে, তা ভারত থেকে ঠিক হবে না। নির্ধারিত হবে বাংলাদেশ থেকে। কারা সংসদে যাবেন, তা ঠিক করবে বাংলাদেশের খেটে খাওয়া জনতা। মসনদে কে বসবে, এই ভূখণ্ডের মানুষ তা নির্ধারণ করবে। 

আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ অনুষ্ঠানের মঞ্চে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন তিনি। 

এসময় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমরা আপনাদের কমিটমেন্ট দিতে চাই, এই তরুণ প্রজন্ম, আমরা ইন্সটিটিউশনগুলোকে প্রপারলি ফাংশনাল করবো। এই বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে, আমরা একতার রাজনীতি বাংলাদেশে চালু করবো। আমরা স্টেট ডেভেলপমেন্ট করবো। আমরা এই ভূখণ্ডের অধিকার আদায় করতে পারি নাই, আমাদেরকে মাথায় রাখতে হবে। বিদেশের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, কিন্তু কোনো প্রেসক্রিপশনের সম্পর্ক থাকবে না।

তিনি আরও বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের যখন একটা ছেলে রাস্তায় রক্ত দেওয়া শিখে গেছে, আমাদের আর কেউ রক্ত দেওয়া থেকে দমায়া রাখতে পারবে না। সুতরাং, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের প্রবীণ যেসব রাজনীতিবিদ যারা রয়েছেন, তাদের অভিজ্ঞতা এবং তরুণদের তেজদীপ্ত এবং অকুতোভয় যে নেচার রয়েছে, সেটার মিথস্ক্রিয়ায় আমরা পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবো।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের