শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:০৩, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

Google News
নতুন রাজনৈতিক দল নিয়ে যা বললেন রিজওয়ানা হাসান

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কিংস পার্টি হওয়ার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
 
রিজওয়ানা হাসান বলেন, ‘নতুন রাজনৈতিক দলের মাধ্যমে রাজনীতিতে আমাদের একটি ইতিবাচক ধারার সৃষ্টি হচ্ছে। শুধু নতুনদের নিয়ে গঠিত বলেই যে সব সমস্যার সমাধান হবে ব্যাপারটা এমন নয়। জাতিগত ভাবে আমাদের পরিবর্তন হতে হবে।’
 
রাজনৈতিক দলের সমালোচনা থাকাটাই স্বাভাবিক না থাকাটাই অস্বাভাবিক বলেন বন ও পরিবেশ উপদেষ্টা।
 
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সরাসরি রাজনীতি করার আকাঙ্ক্ষা আমরা দেখি না। বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন দরকার।’
 
যে শক্তি দেশের জন্য ইতিবাচক হিসেবে কাজ করবে তাদের সবাইকে শুভকামনা জানান সৈয়দা রিজওয়ানা হাসান।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের