শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

২৮ ফেব্রুয়ারি ২০২৫,

১৬ ফাল্গুন ১৪৩১

Radio Today News

জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচন বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৩:১০, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৩:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫

Google News
জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচন বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে: তারেক রহমান

জাতীয় ঐক্য ও জাতীয় নির্বাচন বিনষ্ট করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সংস্কার ও জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে ধুম্রজাল সৃষ্টি করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভার সভাপতি তারেক রহমান এ মন্তব্য করেন।

স্থানীয় নির্বাচন আগে করার সিদ্ধান্ত থেকে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে তারেক রহমান অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি করেন তিনি। 

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

দেশের বর্তমান অবস্থায় আগে জাতীয় নির্বাচন দেয়ার দাবি তারেক রহমানের। তিনি জানান, ৩১ দফাই শেষ নয়, প্রয়োজনে এটি সংযোজন বিয়োজন হবে। বলেন, নির্বাচন নিয়ে কোনো কোনো উপদেষ্টার বক্তব্যে হতাশা তৈরি হচ্ছে। সরকার কর্মপরিকল্পনা নির্ধারণ করতে পারছে না।

তারেক রহমান বলেন, সম্প্রতি বেশ কয়েকটা নতুন দলের আত্মপ্রকাশ ঘটেছে। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আমরা সবাইকে স্বাগত জানাই। আশা করবো, গণতান্ত্রিক রীতি রেওয়াজ মেনে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে। তাদের এই কর্মকাণ্ডকে আমরা সব সময় ইতিবাচক হিসেবে নেব।

তিনি বলেন, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, বর্তমান অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয়-সন্দেহ তৈরি হয়েছে। আমরা বিএনপির পক্ষ থেকে বর্তমান সরকারকে অনুরোধ করবো, তারা যেন তাদের নিরপেক্ষতা বজায় রাখে।

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই উল্লেখ করে তারেক রহমান বলেন, এদের মোকাবিলা করে কীভাবে দলকে শক্তিশালী করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে।

তারেক রহমান বলেন, বিএনপি অনেক বড় দল, মতবিরোধ থাকতে পারে, তবে ঐক্যই বিজয় এনে দেবে। এজন্য যে কোনো সমালোচনা যেন দলের ক্ষতির কারণ না হয়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের