মঙ্গলবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৫,

১২ ফাল্গুন ১৪৩১

মঙ্গলবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৫,

১২ ফাল্গুন ১৪৩১

Radio Today News

মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা: হাবিপ্রবির ৫ জন গ্রেফতার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

Google News
মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা: হাবিপ্রবির ৫ জন গ্রেফতার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চার প্রশাসনিক কর্মকর্তা ও এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাদের গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৪জন সেকশন অফিসার ও একজন ছাত্রলীগ কর্মী।

গ্রেপ্তাররা হলেন, ফিল্ড এক্সটেনশন অফিসার মো. রাব্বি শেখ, সেকশন অফিসার মো. ইলিয়াস কাঞ্চন, ফিল্ড এক্সটেনশন অফিসার শেখ শাহ আসাদুল্লাহ সালেহীন, প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম এবং শিক্ষার্থী জোবায়ের হোসেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, তারা সবাই হাবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মী এবং ২০২৪ সালের শুরুর দিকে বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদে যোগদান করেন। তাদের নিয়োগ নিয়েও নানা মহলে বিতর্ক আছে। বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবে ছাত্রদের উপর হামলা ও  হলগুলোতে অস্ত্র রাখার ঘটনায় ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ওই কমিটি প্রায় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে বলে জানা গেছে৷ আনুষ্ঠানিকভাবে তাদের সংখ্যা ও পরিচয় প্রকাশ পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান কমিটির এক সদস্য।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, গ্রেপ্তার ৫ জন বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্য সৃষ্টির পাশাপাশি বিএনপি মহাসচিবের গাড়িবহরে হামলার সঙ্গে জড়িত ছিলেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ অক্টোবর দিনাজপুরে বিএনপির মহাসমাবেশে যোগদানের সময় হাবিপ্রবি ক্যাম্পাসের সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের