মঙ্গলবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৫,

১৩ ফাল্গুন ১৪৩১

মঙ্গলবার,

২৫ ফেব্রুয়ারি ২০২৫,

১৩ ফাল্গুন ১৪৩১

Radio Today News

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:২৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৫

Google News
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ

রাজধানীর বনশ্রীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা ছিনতাইসহ নানা ঘটনায় আইনশৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে মধ্যরাতে মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। 

সোমবার দুপুরের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি তোলেন তাঁরা। দেশে সন্ত্রাস-ছিনতাই-ধর্ষণের ঘটনা বেড়েছে বলে এই বিক্ষোভ বলে জানান আন্দোলনকারীরা। 

এসময় মিছিল থেকে ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়', 'দফা এক দাবি এক, জাহাঙ্গীরের পদত্যাগ', ‘মা বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে' – ইত্যাদি স্লোগান দেওয়া হয়।

মিছিলে থাকা এক শিক্ষার্থী বলেন, ‘সারাদেশে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার জন্য আমরা তার পদত্যাগ দাবি করছি।’

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিবাগত রাত ১টার পর বিভিন্ন হলের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শুরু করেন। তাঁরা হলে হলে গিয়ে মিছিল করে পরে রাজু ভাষ্কর্যের পাদদেশে জড়ো হন।

এদিকে গভীর রাতে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগের দোসররা লুটের অর্থ দিয়ে সন্ত্রাসী কাজ চালাচ্ছে। সোমবার থেকে পরিস্থিতির দৃশ্যমান উন্নতির প্রতিশ্রুতি দেন উপদেষ্টা। 

নিজ বাসভবনে গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যে দাবি তোলা হয়েছে তা যদি তিনি পূরণ করতে পারেন তাহলে পদত্যাগের প্রশ্ন উঠবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সব বাহিনীর সঙ্গে আলোচনা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের