রোববার,

২৩ ফেব্রুয়ারি ২০২৫,

১০ ফাল্গুন ১৪৩১

রোববার,

২৩ ফেব্রুয়ারি ২০২৫,

১০ ফাল্গুন ১৪৩১

Radio Today News

সামরিক বাহিনীর সাবেক সদস্যদের দক্ষতাকে কাজে লাগাতে হবে: সারজিস 

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২৫, ২২ ফেব্রুয়ারি ২০২৫

Google News
সামরিক বাহিনীর সাবেক সদস্যদের দক্ষতাকে কাজে লাগাতে হবে: সারজিস 

সামরিক বাহিনীর সাবেক সদস্যদের দক্ষতাকে দেশ গঠনে কাজে লাগাতে হবে বলে মন্তব্য করছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। শনিবার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে সামরিক বাহিনীর সাবেক সদস্যদের মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। 

এ সময় জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটিতে অংশ নিতে সামরিক বাহিনীর সাবেক সদস্যদের অংশ নেওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, দেশের ভেতরে ও বাইরের সব অপশক্তিকে রুখে দিতে গণতান্ত্রিক পন্থায় কাজ করে যাবে নতুন রাজনৈতিক দল। 

নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, ‘যদি দেশের ভেতরে বা বাইরের শত্রুরা গণতান্ত্রিক পন্থায় কোনো বাধা দেয়, তবে নতুন রাজনৈতিক দল আরেকটি বিপ্লবের ডাক দেবে। 

তিনি বলেন, ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে গণপরিষদ নির্বাচন দিতে হবে, এতে কোনো বাধা এলে তা শক্ত হাতে প্রতিহত করবে নতুন রাজনৈতিক দল।’ 

এ সময় জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘আগামী এক বছর সারাদেশে জনসংযোগ করে জনগণের ভোটে ক্ষমতায় আসবে নতুন রাজনৈতিক দল।’ 

সারোয়ার তুষার বলেন, বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে বিভিন্ন প্রহসনের মধ্য দিয়ে সামরিক বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার গভীর ষড়যন্ত্র করেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। 

তিনি বলেন, বাংলাদেশের যেকোনো বিষয়ে দিল্লির যেকোনো হস্তক্ষেপ কঠোরভাবে প্রতিহত করা হবে।  

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের