রোববার,

২৩ ফেব্রুয়ারি ২০২৫,

১০ ফাল্গুন ১৪৩১

রোববার,

২৩ ফেব্রুয়ারি ২০২৫,

১০ ফাল্গুন ১৪৩১

Radio Today News

‘বিএনপিই এক মাত্র দল যারা নিজ দলের নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয়’

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৬:৪৭, ২২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৪৯, ২২ ফেব্রুয়ারি ২০২৫

Google News
‘বিএনপিই এক মাত্র দল যারা নিজ দলের নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয়’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ পরিচালনার সুযোগ পেলে সবার আগে দেশ পুর্নগঠনের কাজ করবে বিএনপি। বিএনপিই একটি মাত্র দল যারা নিজ দলের নেতাকর্মীরা অন্যায় করলে ব্যবস্থা নেয়। অন্য রাজনৈতিক দলের সঙ্গে আমাদের এটাই বড় পার্থক্য বলে উল্লেখ করেন তিনি।

শনিবার (২২ ফেব্রুয়ারি) যশোর জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের রাজনীতির মূল লক্ষ্য বাংলাদেশ ও বাংলাদেশের জনগণ। আমরা চাই দেশের পুনর্গঠন। সেই লক্ষ্যে ৩১দফা বাস্তবায়ন করতে হবে। এসব দফার মধ্যে প্রথম ও প্রধান কাজ হলো-ভেঙে পড়া রাষ্ট্রের কাঠামো পুনর্গঠন। খাল কাটার মাধ্যমে কৃষকের সেচের ব্যবস্থা করা, দেশের শিক্ষা ব্যাবস্থাকে দৃঢ় করা, নারীদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা। 

তিনি বলেন, চিকিৎসার জন্য যেন বিদেশে যেতে না হয় এমন স্বাস্থ্যখাত ঢেলে সাজাতে কাজ করবে বিএনপি।

তারেক রহমান বলেন, বর্তমানে অনেকের কাছেই আমরা সংস্কার প্রস্তাবের কথা শুনতে পাই। অনেকেই সুন্দর সুন্দর কথা বলছেন। তবে বিগত ১৫ বছরে যখন বিএনপির হাজারো নেতাকর্মীদের ওপর নির্যাতন চলছিল, ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছিল, গুম-খুন করেছিল তখন তাদের আমরা কথা বলতে দেখিনি। তখন একমাত্র বিএনপিই স্বৈরাচারদের চোখে আঙুল দেখিয়ে বিরোধিতা করেছে। এখানেই বিএনপির সাথে অন্যান্য দলের পার্থক্য। আমাদের বিশ্বাস ছিল স্বৈরাচারের পতন হবে এবং তা হয়েছে।

তিনি বলেন, বিএনপিকে ভুলভাবে উপস্থাপন করে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের বলতে চাই, আমরা অন্যায় প্রশ্রয় দেই না। আমরা জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজনীতির গুণগত পরিবর্তন করছি।  লক্ষ্য লক্ষ্য নেতাকর্মীর মধ্যে কোন কোন নেতাকর্মী হয়তো বিভ্রান্ত হয়ে এমন কিছু কাজ করেছেন যাদের নৈতিক সমর্থন দেয়া সম্ভব নয়। তাদের বিরুদ্ধে আমরা রাজনৈতিক দলের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি।  

তিনি বলেন, রাজনীতির অন্যতম মূল স্লোগান হলো জনগণের সম্মতি থাকে না এমন কাজ না করা। তাই আমরা সেটা করেছি।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, যশোরের সকল মানুষের কাছে স্বৈরাচারের অপকর্ম তুলে ধরতে হবে, আমাদের দলের পরিকল্পনাগুলো জানাতে হবে। 

বেলা ১১টার দিকে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

দীর্ঘ ১৬ বছর পর যশোর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। সম্মেলন ঘিরে উজ্জীবিত দলটির নেতাকর্মীরা। 

এসময় বিএনপির আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দকে ও সম্মেলনে উপস্থিত ১ হাজার ৬১৬ জন কাউন্সিলরকে ধন্যবাদ জানান তারেক রহমান।  

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের