শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

১০ ফাল্গুন ১৪৩১

শনিবার,

২২ ফেব্রুয়ারি ২০২৫,

১০ ফাল্গুন ১৪৩১

Radio Today News

জামায়াতকে দাবার ঘুঁটি বানালে মেনে নেব না: হুঁশিয়ারি শফিকুর রহমানের

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:১৫, ২১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:১৭, ২১ ফেব্রুয়ারি ২০২৫

Google News
জামায়াতকে দাবার ঘুঁটি বানালে মেনে নেব না: হুঁশিয়ারি শফিকুর রহমানের

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে কেউ যদি দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে সেটা মেনে নেবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘ইতিহাস কোনো দলের হতে পারে না, এটা হয় জাতির। কিন্তু অনেকে তা ভুলে যায়, জামায়াতে ইসলাম তা করেনি কখনও। জামায়াতে ইসলামী কোনো বিশৃঙ্খলা করতে চায় না। তবে কেউ যদি দাবার ঘুঁটি হিসেবে জামায়াতকে ব্যবহার করে, সেটা জামায়াতের কোনো একজন নেতাকর্মীও মেনে নেবে না।’

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে ঢাকা দক্ষিণ জামায়াতের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ফ্যাসিবাদ বিদায় নিলেও এখনও এ ধরনের আচরণ বন্ধ হয়নি বলে মন্তব্য করেন জামায়াতের আমির। এ ধরনের কাজ যারা করছে তাদেরকেও ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করতে নেতা–কর্মীদের আহ্বান জানান তিনি। কোনো দল বা গোষ্ঠী জুলুম করলে, ফ্যাসিবাদি আচরণ করলে জামায়াতের নেতা–কর্মীরা জীবন দিয়ে হলেও  তাদের বিরুদ্ধে লড়াই আন্দোলন অব্যাহত রাখবে বলে জানান ডা.শফিকুর রহমান।

ভাষা শহীদদের প্রতি রাষ্ট্র সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেনি, এটা জাতির জন্য লজ্জার বলে উল্লেখ করে জামায়াতের আমির বলেন, বিগত সরকার দলটির  পছন্দের মানুষ ছাড়া সকলের সঙ্গে জুলুম করেছে। শহীদদের পরিবারের সদস্যরা কষ্টে আছে।

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার অবৈধভাবে বিচার বিভাগকে কুক্ষিগত করে নিজেদের মতো করে জামায়াত নেতাদের দমন করেছে। গত বছরগুলোতে তারা জাতির সাথে মশকরা করেছে। শহীদদের নিয়ে রাজনীতি করলেও তাদের সঠিক মর্যাদা দেয়নি।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের