
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আমরা নতুন সরকার আশার পর নতুনভাবে বাঁচতে পারছি। এ অন্তর্বর্তী সরকার এসে হাসিনার লুট করা একটা শ্মশান পেয়েছে। সেই শ্মশান পরিচালনা করতে যেয়ে তাদেরকে অনেক বিপদের সম্মুখীন হতে হচ্ছে। এখন ঢাকা শহর দাবি-দাওয়ার শহর হয়ে গেছে।
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়সহ তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির দুই দিনের কর্মসূচির অংশ হিসেবে রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতুর নিচে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টুকু বলেছেন, গত ১৬ বছর দাবি-দাওয়া নিয়ে কেউ যায় নাই। আজকে সিএনজি স্ট্রাইক করে, কালকে মাস্টাররা স্ট্রাইক করে, পরশুদিন বাস ওয়ালারা স্ট্রাইক করে রাস্তাঘাটে জঞ্জাল সৃষ্টি করে বাংলাদেশের মানুষ অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি করে। এটার পিছনেও আওয়ামী লীগের হাত আছে। আ. লীগের টাকা আছে। সে টাকা দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আজকে আমরা তিস্তার পানির দাবি-দাওয়া নিয়ে এখানে এসেছি। আজ থেকে প্রায় ৫০ বছর আগে মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীর সঙ্গে আমরা গঙ্গার পানির হিস্যার জন্য আমরা চাঁপাইনবাবগঞ্জে গিয়েছিলাম। তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শহিদ জিয়াউর রহমান। মাওলানা ভাষানী যখন লংমার্চ করেন তখন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদে গঙ্গার হিস্যা নিয়ে বিচার দাবি করেন। যার ফলশ্রুতিতে জিয়াউর রহমান ৪৫ হাজার কিউসিক পানি হিস্যা আদায় তরে ছিল।