
ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল গঠনের আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করেছে নতুন ছাত্র সংগঠন। সংগঠনটি কেমন হবে তা নিয়ে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা। তারা বলেন, নতুন ছাত্রসংগঠন মধ্যমপন্থী হবে। সকল ইতিহাসকে স্বীকৃতি দিয়েই গঠিত হবে নতুন ছাত্র সংগঠন।
সোমবার বিকেল ৪টায় মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তারা জানান, আজকে এবং আগামীকাল, সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় অনলাইন ও অফলাইনে জনমত জরীপ ও সদস্য আহ্বান করবে। এসব কর্মসূচির ওপর ভিত্তি করে আত্মপ্রকাশ করবে ছাত্রদের এই দল।
সংবাদ সম্মেলনে ছাত্রনেতারা বলেন, কোনো ধরণের লেজুড়বৃত্তিক কিংবা কোনো দলকে মাদারপার্টি হিসেবে মানবে না ছাত্র সংগঠন। এর ভিত্তি হবে জুলাই আন্দোলন। নেতা নির্বাচনের প্রক্রিয়াও হবে গণতান্ত্রিক উপায়ে। সংগঠনের স্লোগান হবে 'স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট'।