শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

৩০ ফাল্গুন ১৪৩১

শুক্রবার,

১৪ মার্চ ২০২৫,

৩০ ফাল্গুন ১৪৩১

Radio Today News

এক-এগারোর মতো বিরাজনীতিকরণের পরিকল্পনা পরিলক্ষিত হচ্ছে: মঈন খান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:১০, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

Google News
এক-এগারোর মতো বিরাজনীতিকরণের পরিকল্পনা পরিলক্ষিত হচ্ছে: মঈন খান

বর্তমানে এক-এগারোর মতো বিরাজনীতিকরণের পরিকল্পনা পরিলক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন। স্কুল অব লিডারশিপ ইউএসএ নামের একটি সংগঠন ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই’ শীর্ষক সংলাপের আয়োজন করে।

আবদুল মঈন খান বলেন, ‘এক-এগারোর যে পরিকল্পনা-বিরাজনীতিকরণ, সেই সমস্যা আজকে কিন্তু আমি আবার নতুন করে দেখি। আমরা দেখতে পাচ্ছি তার (এক-এগারোর) একটি ইঙ্গিত আজকে নতুন করে এখানে চলে এসেছে। যদি সেটাই হয়, তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে (সংসদ নির্বাচনে কেমন প্রার্থী চাই) এখানে আলোচনা করতে এসেছি, সেগুলো কিন্তু ভেস্তে যাবে।’

অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে তিনি বলেন, ‘সংস্কার একটি চলমান প্রক্রিয়া। সংস্কার চলতেই থাকবে আর অন্য কোনো কাজ হবে না, এটা তো হতে পারে না। আজকে সংস্কার করে তারপর নির্বাচন হবে-এটা যুক্তির কথা হতে পারে না। 

অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেগুলো করতে হবে। নির্বাচনের পরেও তো সংস্কার হতে পারে। আজকে সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।’

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের