বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে বিব্রত কংগ্রেস, যা বললেন শশী থারুর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২৭, ১২ ফেব্রুয়ারি ২০২৫

Google News
ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যে বিব্রত কংগ্রেস, যা বললেন শশী থারুর

ভারতে বসে সম্প্রতি শেখ হাসিনার বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে নানা ধরনের জটিলতার সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের কংগ্রেসের সিনিয়র নেতা শশী থারুর। এমনকি তিনি এও বলেছেন, এই বক্তব্যের কারণে কংগ্রেস বিব্রত বোধ করছে।

গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শশী থারুর এসব কথা বলেন।

শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য সম্পর্কে প্রশ্নের জবাবে শশী থারুর বলেন, তার বক্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে এবং এটি আমাদের জন্য কিছুটা সমস্যা সৃষ্টি করেছে। আমরা কিছুটা দ্বিধায় পড়েছি শেখ হাসিনার বিবৃতির বিষয়টি নিয়ে।

ভারতের পররাষ্ট্রনীতির দুটি প্রধান নীতির কথা উল্লেখ করে শশী থারুর বলেন, প্রথমত, আমরা যেন বাংলাদেশে অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপের কোনো ইঙ্গিত না দিই, তা নিশ্চিত করা উচিত। দ্বিতীয়ত, আমাদের লক্ষ্য হতে হবে বাংলাদেশের জনগণের মঙ্গল ও উন্নতি, যা আমাদের নিজস্ব স্বার্থের সাথে সম্পর্কিত।

তিনি আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি আমাদের জন্য খুবই স্পর্শকাতর এবং আমাদের অত্যন্ত সতর্কভাবে তা পর্যবেক্ষণ করা উচিত। আমরা বাংলাদেশের যে কোনো সরকারের প্রতি পক্ষপাতিত্ব করি না, বরং আমাদের লক্ষ্য হোক বাংলাদেশের জনগণের কল্যাণ।

শশী থারুর আরও বলেন, বাংলাদেশ আমাদের পাশেই অবস্থিত, তাই দেশটির ঘটমান পরিস্থিতি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আমি মনে করি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কোনো ‘শত্রুভাবাপন্ন’ নয়, তবে আমাদের সতর্কতা বজায় রাখতে হবে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের