বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

বুধবার,

১২ মার্চ ২০২৫,

২৮ ফাল্গুন ১৪৩১

Radio Today News

জনগণ বিরক্ত হওয়ার আগেই দায়িত্বশীলতার প্রমাণ দিন: মঞ্জু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫

Google News
জনগণ বিরক্ত হওয়ার আগেই দায়িত্বশীলতার প্রমাণ দিন: মঞ্জু

জনগণ চূড়ান্তভাবে বিরক্ত হওয়ার আগেই নিজেদের দক্ষতা ও দায়িত্বশীলতার প্রমাণ দিয়ে অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিজয়নগরস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের ছয় মাস; ডেভিল হান্ট, সেন্ট্রাল কমান্ড ও নাগরিক প্রত‍্যাশার হিসাব-নিকাশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি।

মজিবুর রহমান মঞ্জু বলেন, অন্তর্বর্তী সরকারের গত ছয় মাস ছিল নানা প্রতিকূলতাময়। ১৮০ দিনে ১৫০টির মতো আন্দোলন ও অবরোধ গণতান্ত্রিকভাবে তারা মোকাবিলা করেছে। ভারতের ষড়যন্ত্রে সৃষ্ট বন‍্যা ও সাম্প্রদায়িক সংঘাত বাধানোর ঝুঁকি, ব‍্যাপক নিয়োগ-বদলি, প্রশাসনসহ বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিতদের পদোন্নতি ও পদায়ন, দুর্নীতিগ্রস্ত প্রকল্প বাতিল, হাজার হাজার মিথ‍্যা মামলা প্রত‍্যাহার, অন‍্যায়ভাবে গ্রেফতারকৃতদের মুক্তি, দেউলিয়া হওয়া আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো সর্বোপরি ফ‍্যাসিবাদের রেখে যাওয়া অনিয়ম ও লুটপাটের ধ্বংসস্তূপ থেকে দেশকে ঘুরে দাঁড় করানোর বিরাট চ‍্যালেঞ্জ ছিল তাদের কাঁধে। ছয় মাসে এসব কাজের বিরাট ধকল গেছে এই সরকারের ওপর; সেজন্য তাদেরকে অশেষ ধন‍্যবাদ ও দেশবাসীর পক্ষ থেকে তাদের প্রতি আবারও আমাদের সমর্থন পুনর্ব‍্যক্ত করছি। কিন্তু কথা হলো সরকারের কাছে আমাদের প্রত্যাশা কী শুধু এসবের মধ্যেই সীমাবদ্ধ? নিশ্চয়ই তা নয়।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ছাত্র-জনতার আকাঙ্ক্ষা ছিল একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তারা রাষ্ট্রের মেরামত চেয়েছে। তারা শুধু শাসকের পরিবর্তন নয় শাসন ব‍্যবস্থার পরিবর্তন চেয়েছে। ফ‍্যাসিবাদী ব‍্যবস্থার বিলোপ ছিল তাদের অন‍্যতম আকাঙ্ক্ষা। 

নিজেদের অবস্থান পরিষ্কার করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, গুম, খুন ও গণহত্যাকরীদের যে কোনো তৎপরতার ব‍্যপারে নমনীয়তার কোনো সুযোগ নাই। বিচার ও ক্ষমা চাওয়ার আগে খুনিদের অন‍্য যে কোনো বক্তব্য ও কার্যক্রমের ব‍্যাপারে আমরা কড়া অবস্থানের পক্ষে, তবে সেটা অবশ‍্যই হতে হবে ন‍্যায়সঙ্গত ও রাজনৈতিকভাবে বুদ্ধিদীপ্ত।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) দিদারুল আলম, লে. কর্নেল অব. হেলাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার সানী আব্দুল হক, সাংগঠনিক সম্পাদক আমজাদ খান, নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সেলিম খান, দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আহমেদ বারকাজ নাসির এবং উত্তরের যুগ্ম সদস্য সচিব আব্দুর রব জামিল প্রমুখ।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের