
হাসিনা পালাতে পারলেও রাষ্ট্র ও নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত তারা দেশ ছেড়ে পালাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। নির্বাচন নিয়ে যদি কেউ টালবাহানা করে, তাহলে পালানোর পথ খুঁজে পাবে না বলে জানান তিনি। সংস্কারের নামে ভোটার তালিকায় বয়স কমানোর প্রস্তাবকে সমালোচনা করে তিনি বলেন, ইউনূস সরকারের অন্য কোন উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা দরকার।
অভ্যুত্থানের ৬ মাস পরে এসে ৩২নং এর বাড়ি ভেঙে ফেলা রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের বিরুদ্ধে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। তিনি বলেন, এতে আওয়ামী লীগই লাভবান হবে। কথায় কথায় ভারত বিরোধিতা করলেও বর্তমান সরকারের অনেকেই সে দেশে সকাল বিকাল যোগাযোগ করছে বলেও অভিযোগ তার।
রেডিওটুডে নিউজ/আনাম