মঙ্গলবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৫,

২২ মাঘ ১৪৩১

মঙ্গলবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৫,

২২ মাঘ ১৪৩১

Radio Today News

টিউলিপের বিরুদ্ধে তদন্ত করছে এনসিএ, হতে পারে ১০ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:৩৯, ৪ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৪:৪২, ৪ ফেব্রুয়ারি ২০২৫

Google News
টিউলিপের বিরুদ্ধে তদন্ত করছে এনসিএ, হতে পারে ১০ বছরের জেল

ব্রিটেনের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, সম্প্রতি ঢাকায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এই তদন্ত শুরু করে।

অভিযোগ রয়েছে, বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা ৩ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। প্রকল্পটির ৯০ শতাংশ অর্থায়ন করেছে রাশিয়া এবং এর দায়িত্বে রয়েছে রুশ প্রতিষ্ঠান রোসাটম। এছাড়া টিউলিপের বিরুদ্ধে লন্ডনে একজন বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগও উঠেছে।

ব্রিটেনের ব্রাইবারি অ্যাক্ট ২০১০ অনুযায়ী, কেউ যদি বিদেশে ঘুষ গ্রহণ করেন, তাহলে তার বিরুদ্ধে ব্রিটেনে মামলা হতে পারে এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। অভিযোগ প্রমাণিত হলে টিউলিপের এমন শাস্তি হতে পারে।

এদিকে, এনসিএ বাংলাদেশ সরকারকে সহায়তার প্রস্তাব দিয়েছে, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়। সূত্রের দাবি, সংস্থাটি শুধু বাংলাদেশের জন্য নয় বরং ব্রিটেনেও টিউলিপের বিরুদ্ধে মামলা করার জন্য তথ্য সংগ্রহ করছে।

এনসিএর এটি বাংলাদেশে দ্বিতীয় সফর। সংস্থাটি প্রথমবার গত অক্টোবরে এসেছিল এবং তখনও দুর্নীতির তদন্তে সহায়তা করার প্রস্তাব দিয়েছিল। অভিযোগ রয়েছে, শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্যরা প্রতিবছর প্রায় ১৩ বিলিয়ন পাউন্ড বিদেশে পাচার করতেন।

টিউলিপ সিদ্দিক সম্প্রতি লেবার পার্টির পদ থেকে পদত্যাগ করেছেন, যা ধারণা করা হচ্ছে তার বিরুদ্ধে চলমান তদন্তের কারণেই হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) টিউলিপ এবং তার পরিবারের বিরুদ্ধে আরও অন্তত দুটি ফৌজদারি তদন্ত চালিয়ে যাচ্ছে। তবে টিউলিপ এসব অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।

লেবার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং টিউলিপ সিদ্দিকের সঙ্গে এ বিষয়ে কেউ যোগাযোগ করেনি। পার্টির এক সূত্র জানিয়েছে, এনসিএ বা বাংলাদেশি কর্তৃপক্ষের কেউ এখনো তার সঙ্গে যোগাযোগ করেনি। এনসিএ ও ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের