মঙ্গলবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৫,

২১ মাঘ ১৪৩১

মঙ্গলবার,

০৪ ফেব্রুয়ারি ২০২৫,

২১ মাঘ ১৪৩১

Radio Today News

কারাবন্দী ফারুক খানের ফেসবুক পোস্ট ভাইরাল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৪৭, ৩ ফেব্রুয়ারি ২০২৫

Google News
কারাবন্দী ফারুক খানের ফেসবুক পোস্ট ভাইরাল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ চান না বলে সামাজিক মাধ্যমে সাবেক মন্ত্রী ফারুক খানের একটি পোস্ট ভাইরাল হয়েছে। যদিও কারা কর্তৃপক্ষ বলছে, কারাগারে বসে এ ধরনের প্রচার কিংবা ফেসবুক চালানো সম্ভব নয়।

সোমবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে কারা কর্তৃপক্ষ জানায়, ৩ ফেব্রুয়ারি Faruk Khan নামক জনৈক ব্যক্তির ফেসবুক আইডির একটি পোস্টের স্ক্রিন শর্ট শেয়ার করে তা কারাগারে আটক সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান কর্তৃক প্রচার করা হয়েছে মর্মে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

কারা কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করছে যে, কারাগার হতে এ ধরনের প্রচার বা ফেসবুক চালানো সম্ভব নয়। তিনি বর্তমানে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে আটক আছেন। কারাগারে আটক কোনও বন্দির পক্ষে মোবাইল ফোন ব্যবহারের কোনও সুযোগ নেই বিধায় বর্ণিত আইডিটি সাবেক মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খান কর্তৃক কারাগার হতে পরিচালনা করা সম্ভব নয়।

এতে আরও বলা হয়, তবে অন্য কেউ বা তার আত্মীয়-স্বজন Faruk Khan নামের আইডিটি পরিচালনা করছে কিনা তা অত্র দপ্তর অবগত নয়। বিষয়টি অনুসন্ধান পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে আনুরোধ জানানো হয়েছে।

এর আগে বিকেলে ফারুক খানের ভেরিফায়েড আইডি থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। মুহূর্তেই ভাইরাল হয়ে পড়া ওই পোস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর ক্ষোভ প্রকাশ করা হয়। এতে বলা হয়, ‘অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না।

এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম। কিন্তু আজকে তার হঠকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনও ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের