সোমবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৫,

২০ মাঘ ১৪৩১

সোমবার,

০৩ ফেব্রুয়ারি ২০২৫,

২০ মাঘ ১৪৩১

Radio Today News

ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা আটক

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫২, ২ ফেব্রুয়ারি ২০২৫

Google News
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ. লীগ নেতা আটক

চট্টগ্রামে ছেলের বিয়ের অনুষ্ঠান যোগ দিতে এসে কমিউনিটি সেন্টার থেকে আটক হয়েছেন আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার। তিনি ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য প্রয়াত রফিকুল আনোয়ারের ছোট ভাই।

নগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে তাকে আটক করা হয়। 

তিনি আরও জানান, খবর পাওয়ার সাথে সাথে আমারা তাকে নজরদারিতে রেখেছিলাম। এক পর্যায়ে তাকে আটক করে থানায় নেয়া হয়। তার বিরুদ্ধে মামলা যাচাই-বাছাই করা হচ্ছে।

জানা গেছে, চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র এম মনজুর আলমের ছেলের ঘরের নাতনির সঙ্গে আওয়ামী লীগের নেতা ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে হয়েছে। শনিবার রাতে সেই বিয়ের অনুষ্ঠানের আয়োজন ছিল টাইগারপাস এলাকার নেভি কনভেনশন হলে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনও। অনুষ্ঠানে সাবেক মেয়র এম মনজুর আলম উপস্থিত থাকলেও ঘটনার ফাঁকে তিনি দ্রুত কনভেনশন সেন্টার ত্যাগ করেন বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে হঠাৎ করেই শতাধিক যুবক কমিউনিটি সেন্টারের বাইরে জড়ো হয়। তারা এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ স্লোগান দিতে থাকে। তারা ফখরুল আনোয়ারকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ফখরুল আনোয়ারকে আটক করে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে, বিয়ের অনুষ্ঠানে বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী উপস্থিত ছিলেন।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের