বুধবার,

২২ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

বুধবার,

২২ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

Radio Today News

নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া জরুরি: নজরুল ইসলাম খান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:০১, ২২ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:১৬, ২২ জানুয়ারি ২০২৫

Google News
নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া জরুরি: নজরুল ইসলাম খান

সংস্কার করতে এই বছরের বেশি সময় লাগার কথা নয়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়া জরুরি বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার (২২ জানুয়ারি) গুলশানে দলের চেয়ারপারসনের অফিসে খেলাফত মজলিসের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।

নজরুল ইসলাম খান জানান, গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট আছে। দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে খেলাফত মজলিসের সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের মধ্যে কোন দ্বিমত নেই। রাজনীতিতে যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসঙ্গে কাজ করতে পারে। এটি নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই।

নির্বাচন আন্দোলনের একটা অংশ জানিয়ে তিনি বলেন, আমরা ঐক্যবদ্ধ আছি। যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে যুক্ত ছিলো তাদের সবাইকে সঙ্গে নিয়ে জনগণের কল্যাণ করার চেষ্টা করবো। নির্বাচনের দাবি অযৌক্তিকভাবে অগ্রাহ্য হলে আন্দোলন তো হয়। এখনও তো অগ্রাহ্য হয়নি। এছাড়া সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত হলে আমরা আমাদের মতামত দেবো। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের