বুধবার,

২২ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

বুধবার,

২২ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

Radio Today News

২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় বিএনপি ও সমমনা দলগুলো

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৪:৫২, ২২ জানুয়ারি ২০২৫

Google News
২০২৫ সালের মধ্যে নির্বাচন চায় বিএনপি ও সমমনা দলগুলো

২০২৫ সালের মধ্যেই ভোটের দাবিতে বিএনপির সাথে সমমনা দলগুলোও একমত বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারকরা। তারা বলছেন, সরকার এ দাবি প্রত্যাখ্যান করলে আন্দোলনের কথা ভাববে বিএনপি। 

রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা জানান, জাতির সঙ্গে বারবার বেইমানি করেছে আওয়ামী লীগ। তাই, আগামী নির্বাচনে অংশ নেয়ার আগে প্রমাণ করতে হবে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে কিনা? 

বুধবার সকালে যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানে সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

এসময় পতিত আওয়ামী শাসনামলের কড়া সমালোচনা করেন এই বিএনপি নেতা। 

ড. আব্দুল মঈন খান বলেন, কোনো স্বৈরাচারের সঙ্গে নির্বাচনে আগ্রহ নেই বিএনপির। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনও স্বাধীনতার স্বপক্ষের শক্তি ছিলো না। জান বাঁচানোর জন্য ১৯৭১ সালে সাত কোটি বাঙালিকে পাক হানাদার বাহিনীর বন্দুকের মুখে রেখে পালিয়েছিলেন তাদের নেতা। ২০২৪-এর ছাত্র-জনতার আন্দোলনে তারা পাখির মতো গুলি করে মানুষ মেরেছে। নিজেদের ফ্যাসিবাদী আচরণ প্রকাশের পর একাত্তরের মতো আবারও দেশ ছেড়ে পালিয়েছে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের