বুধবার,

২২ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

বুধবার,

২২ জানুয়ারি ২০২৫,

৯ মাঘ ১৪৩১

Radio Today News

লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা: ‘ওয়ান স্টপ’ সেবায় জোর

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১০:১৪, ২২ জানুয়ারি ২০২৫

Google News
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়ার চিকিৎসা: ‘ওয়ান স্টপ’ সেবায় জোর

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা লন্ডনের দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালকে কেন্দ্র করে ‘ওয়ান স্টপ’ সেবা হিসেবে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও মেডিকেল বোর্ডের সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) দ্য লন্ডন ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে ডা. জাহিদ জানান, খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরাও মেডিকেল বোর্ডে যুক্ত হয়েছেন। এক ছাতার নিচে চিকিৎসা সম্পন্ন করতে কাজ চলছে। তার সামগ্রিক অবস্থা বিবেচনায় নিয়ে পরবর্তী চিকিৎসা পদ্ধতি চূড়ান্ত করা হবে।

ডা. জাহিদ বলেন, “ওনার সর্বশেষ পরীক্ষা-নিরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করা হচ্ছে এবং আরও কিছু পরীক্ষার পরিকল্পনা রয়েছে। খালেদা জিয়ার কিডনি, লিভার ও হার্টের জটিলতাকে গুরুত্ব দিয়েই চিকিৎসা চলছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের আরও দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে দেখবেন।”

তিনি আরও বলেন, “দেশে সুচিকিৎসার অভাবে ওনার যেসব শারীরিক সমস্যা বেড়েছে এবং বয়সের কথা বিবেচনায় নিয়ে সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে। আশা করা যায়, আগামী দুই-তিন দিনের মধ্যে মেডিকেল বোর্ড মতামত দেবে এবং সে অনুযায়ী চিকিৎসা চলবে। দেশবাসীর কাছে ওনার দ্রুত আরোগ্যের জন্য দোয়া চাই।”

এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদসহ আরও অনেকে।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের