মঙ্গলবার,

২১ জানুয়ারি ২০২৫,

৮ মাঘ ১৪৩১

মঙ্গলবার,

২১ জানুয়ারি ২০২৫,

৮ মাঘ ১৪৩১

Radio Today News

দল পুনর্গঠন করতে না পারলে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৯:২৯, ২০ জানুয়ারি ২০২৫

Google News
দল পুনর্গঠন করতে না পারলে দেশ পুনর্গঠন সম্ভব নয়: তারেক রহমান

বিএনপি দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করবে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশকে অনেক পেছনে নিয়ে গেছে।

সোমবার (২০ জানুয়ারি) বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন তারেক রহমান। নবায়ন করেন নিজের প্রাথমিক সদস্যপদও। এসময় দেশ মেরামতে সৎ, পরিশ্রমী ও মেধাবীদের খুঁজে বের করার তাগিদ দেন তিনি।

আওয়ামী লীগ শাসনামলে নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্বীকৃতি দিতে ও পুরনোদের উজ্জীবিত করতে দলের সদস্য পদ নবায়নের এই কার্যক্রম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দল পুনর্গঠন ছাড়া রাষ্ট্র মেরামত সম্ভব নয়।

তিনি আরও বলেন, দল পুনর্গঠন করতে না পারলে দেশ পুনর্গঠন সম্ভব নয়। মেধাবীদের অন্তর্ভুক্ত করে এই কার্যক্রম এগিয়ে নিতে হবে। দল পুনর্গঠন করে রাষ্ট্র মেরামতে ভূমিকা রাখতে চায় বিএনপি।

এসময়- দুর্বলতা কাটিয়ে সৎ, মেধাবী ও ত্যাগীদের যুক্ত করে এই কার্যক্রমে এগিয়ে নেয়ার তাগিদ দেন তিনি। বলেন, এ বছর ৪১ লাখ সদস্য নবায়নের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বিএনপি। বন্ধ থাকছে নতুন সদস্য সংগ্রহ অভিযানও।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের