রোববার,

১৯ জানুয়ারি ২০২৫,

৫ মাঘ ১৪৩১

রোববার,

১৯ জানুয়ারি ২০২৫,

৫ মাঘ ১৪৩১

Radio Today News

ঋণখেলাপীরা যেন দলের মনোনয়ন না পায়: মির্জা ফখরুল

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:০৩, ১৮ জানুয়ারি ২০২৫

Google News
ঋণখেলাপীরা যেন দলের মনোনয়ন না পায়: মির্জা ফখরুল

নির্বাচনের পর নির্বাচিত দলসহ জাতীয় সরকার গঠন করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি নির্বাচনী সরকারই দেশের সংকট নিরসন করতে পারে।

শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত  সিম্পোজিয়াম এই মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, অর্থনৈতিক ও রাজনৈতিক সংস্কারের মধ্যে আমরা রাজনৈতিক সংস্কারে আমরা বেশি গুরুত্ব দিতে চাই। এসময় এবং গণতন্ত্র চর্চার ওপর বেশি জোর দেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমাদের চেষ্টা একইসাথে ঋণখেলাপীরা যেন দলের মনোনয়ন না পায়। ফখরুল বলেন, যারা নির্বাচনে আসেন না কিন্তু দেশের জন্য অবদান রাখেন তাদেরও জাতীয় সরকারে অন্তর্ভুক্ত করা হবে।

মির্জা ফখরুল আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মর্যাদা সমুন্নত রেখে সংস্কার দরকার আছে, তবে দ্রুত নির্বাচনেরও ঘোষণা দিতে হবে। ক্ষমতায় গেলে বিএনপি বৈষম্য দূর করার চেষ্টা করবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের