রোববার,

১৯ জানুয়ারি ২০২৫,

৫ মাঘ ১৪৩১

রোববার,

১৯ জানুয়ারি ২০২৫,

৫ মাঘ ১৪৩১

Radio Today News

১৫ বছর পর জাতি জুলুমের হাত থেকে রক্ষা পেয়েছে: জামায়াতের আমির  

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪০, ১৮ জানুয়ারি ২০২৫

Google News
১৫ বছর পর জাতি জুলুমের হাত থেকে রক্ষা পেয়েছে: জামায়াতের আমির  

চাঁদাবাজ, ঘুষ বাণিজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৮ জানুয়ারি) রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের আমির বলেন, রাজশাহীতে গত ৫ আগস্টের পর কোনো চাঁদাবাজ আছে? দুর্নীতিবাজ আছে? ঘুষ বাণিজ্য আছে? যদি থেকে থাকে তবে আপনাদের কাছে অনুরোধ  এসব ছেড়ে দেন। আল্লাহর ওয়াস্তে এসব ছেড়ে দেন। 

তিনি বলেন, ১৫ বছর পর জাতি জুলুমের হাত থেকে রক্ষা পেয়েছে। অন্যায়ের প্রতিবাদ যারা করেছেন তাদের সরকার জুলুম-অত্যাচার করেছে। গত ১৫ বছর সরকার তাণ্ডব চালিয়েছেন। ১১ জন দায়িত্বশীল নেতাকে তারা কেড়ে নিয়েছে। কাউকে দেশেও থাকতে দেয়নি। দফায় দফায় জেলে নিয়েছেন। তারা কী করেছেন? কিছুই করেননি। 

জামায়াতের আমির বলেন, এই সরকার আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে পশুর মত গুলি করেছিলো, অনেক মরদেহ গুম করেছিল। মরদেহ পড়িয়ে ছাই করে ফেলা হয়েছে। এখনও বহু জায়গায় গেলে শহিদদের স্বজনরা আমাদের কাছে তাদের সন্ধান চায়।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের