সোমবার,

২০ জানুয়ারি ২০২৫,

৭ মাঘ ১৪৩১

সোমবার,

২০ জানুয়ারি ২০২৫,

৭ মাঘ ১৪৩১

Radio Today News

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৪৩, ১৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৪৫, ১৭ জানুয়ারি ২০২৫

Google News
অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে কুশপুত্তলিকা দাহ

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এসময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর কুশপুত্তলিকাও দাহ করেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে সাড়ে তিনটায় দিকে রাজু ভাস্কর্যে বিক্ষোভ সমাবেশ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচি পালন করেন তারা।

এসময় শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার বিপরীতে কোনো পদক্ষেপ না নেওয়া, জুলাই অভ্যুত্থানের গণহত্যায় অংশ নেওয়া পুলিশের বিচার নিশ্চিতকরণে অক্ষমতা ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘এন্টি ফ্যাসিস্ট কোয়ালিশন’ নামের ওই সংগঠনের আহ্বায়ক তাসনিম বিন মাহফুজ গণমাধ্যমকে বলেন, যত দ্রুত সম্ভব স্বরাষ্ট্র উপদেষ্টার গদি ছাড়তে হবে। কেননা তিনি এই বয়সে একের পর পর ভুল সিদ্ধান্ত নিচ্ছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের