বুধবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৫,

২৩ মাঘ ১৪৩১

বুধবার,

০৫ ফেব্রুয়ারি ২০২৫,

২৩ মাঘ ১৪৩১

Radio Today News

কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:০৫, ১৭ জানুয়ারি ২০২৫

Google News
কমরেড অমল সেনের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ও ঐতিহাসিক তেভাগা আন্দোলনের নেতা কমরেড অমল সেনের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।  

বৃহস্পতিবার ঢাকায় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান পার্টির নেতারা। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও গণসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর আহমদ বকুলের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কেন্দ্রীয় নেতা কমরেড তপন দত্ত, কমরেড হিমাংশু সাহা, কমরেড রফিকুল ইসলাম পিয়ারুল, কমরেড দীপংকর সাহা দিপু, কমরেড আমিরুল হক আমিন, কমরেড জাকির হোসেন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড আবুল হোসাইন, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড তৌহিদুর রহমান, কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড তপন রায় প্রমুখ।

আরও শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জাসদের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা শফি উদ্দিন মোল্লা, বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল) পক্ষে কমরেড সুলতান আহমেদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা, ঢাকা মহানগর দক্ষিণ, ঢাকা মহানগর উত্তর, জাতীয় শ্রমিক ফেডারেশন, জাতীয় কৃষক সমিতি, বাংলাদেশ খেতমজুর ইউনিয়ন, বাংলাদেশ নারী মুক্তি সংসদ, বাংলাদেশ যুব মৈত্রী, বাংলাদেশ যুব মৈত্রী ঢাকা মহানগর দক্ষিণ, বাংলাদেশ ছাত্র মৈত্রী, সাপ্তাহিক নতুন কথা, কেন্দ্রীয় অফিস, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নসহ বাংলাদেশের প্রগতিশীল-গণতান্ত্রিক বিভিন্ন শ্রেণি গণসংগঠনের নেতারা।

কমরেড অমল সেন ব্রিটিশ ভারতে ১৯১৪ সালে বর্তমানের নড়াইল জেলার আফরা গ্রামে জন্মগ্রহণ করেন। নবম শ্রেণির ছাত্র থাকাবস্থায় ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামে যুক্ত হয়ে ‘অনুশীলন’ সমিতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। ১৯৩৩ সালে খুলনার বিএল কলেজে রসায়নশাস্ত্রে পড়াকালে অবিভক্ত কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। ওই বছরই এ অঞ্চলের জমিদারদের বিরুদ্ধে কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন। নিজের বাবার জমিদারির বিরুদ্ধে কৃষক আন্দোলন তাকে আরও পরিচিত করে তোলে। ধারাবাহিকভাবেই ওই অঞ্চলে আন্দোলন চলতে থাকে। ১৯৩৫ সালে তিনি অবিভক্ত কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। ১৯৪৬ ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তী পুরুষ হিসেবে পরিচিতি লাভ করেন সবার ‘বাবুদা’ হিসেবে। ১৯৪৮ সালে যশোর পার্টির সম্পাদক নিযুক্ত হন। সদ্য ভারত-পাকিস্তান বিভক্তির পর পাকিস্তানি মুসলিম লীগ সরকারের রোষানলে পড়েন এবং ১৯৫৬ সাল পর্যন্ত কারাগারে থাকেন। দুই বছরের জন্য বাইরে থাকলেও আবারও ১৯৫৮ সালে তিনি গ্রেপ্তার হয়ে ১৯৬৯ সাল পর্যন্ত জেলে থাকেন। 

উনসত্তরের গণঅভ্যুত্থানের সময় মুক্তি লাভ করলেও আবারও তাকে গ্রেপ্তার করা হয়। ১৯৭১-এর মার্চ মাসে জনগণ জেল ভেঙে তাকে মুক্ত করেন। 

আজীবন বিপ্লবী, অকৃতদার, নিঃস্বার্থ বিপ্লবী কমরেড অমল সেন ১৯৭১ সালে জেলমুক্ত হয়ে ভারতে চলে যান এবং তখন বিভ্রান্ত বাম আন্দোলনের কর্মীদের সংগঠিত করতে মুক্তিযুদ্ধের পক্ষে ঐক্যবদ্ধ করতে ‘খোলা চিঠি’ দিয়ে আহ্বান জানান। ভারতে বসেই তিনি এ দেশের বিপ্লবীদের ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালান। পরে ‘কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয় কমিটি’ গড়ে তোলেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে পিকিং-মস্কো ধারার বিপরীতে লেনিনবাদী কমিউনিস্ট পার্টি গড়ে তোলেন এবং তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

কমরেড অমল সেনের হাতে গড়া লেনিনবাদী কমিউনিস্ট পার্টি পরবর্তীতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নামধারণ করে। তিনি ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। 

কমরেড অমল সেন ২০০৩ সালে ৮৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রাজনৈতিক জীবনে কমরেড অমল সেন তার সময়ে বাম-ডান বিচ্যুতির বিরুদ্ধে কমিউনিস্ট কর্মীদের সমাজবিপ্লবের পথ দেখিয়েছেন তার ‘জনগণের বিকল্প শক্তি’ নামক চিন্তাসূত্র দিয়ে। 

সোভিয়েত সমাজতন্ত্রের বিপর্যয়ের আগেই ১৯৭৭ সালে তিনি ‘বিশ্ব সমাজতান্ত্রিক আন্দোলনের সমস্যা প্রসঙ্গে’ প্রবন্ধ লেখেন। 

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের