অন্যের চরিত্র হননের রাজনীতি জামায়াতে ইসলামী করবে না বলে মন্তব্য করেছেন দলের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বৈষম্যহীন দেশ গড়া আমাদের অঙ্গীকার। আমরা সীমাহীন ওয়াদা নিয়ে রাজনীতি করতে চাই না। কাউকে করতেও দেব না।
বৃহস্পতিবার মাগুরার নোমানী ময়দানে কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি বলেন, শিক্ষার্থীরা পড়ালেখা শিখে হন্যে হয়ে চাকরি খুঁজছে। শিক্ষাজীবন শেষে যোগ্যতা অনুযায়ী চাকরি তাদের অধিকার। আমরা কাউকে ঘুষ দিই না, নিতেও দেব না।
শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদী শাসনামলে গণমাধ্যম হাতকড়া পরে ছিল। অনেক সাংবাদিককে স্ক্রিপ্ট ধরিয়ে দেওয়া হতো। জামায়াতের দুর্নাম করাই ছিল তাদের মূল লক্ষ্য। যে স্বাধীনতা অন্যের চরিত্র হনন করে; গুজব ও মানুষের বিরুদ্ধে হিংসা ছড়ায়, আমরা তেমন রাজনীতি করতে চাই না।
মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন, কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন, গণঅধিকারের জেলা সভাপতি বরকতুল্লাহ প্রমুখ।
পরে সন্ধ্যায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে পথসভায় জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য অনেক লড়াই রয়ে গেছে। হাত মজবুত করে বুঝিয়ে দিতে হবে, তোমাদের কালো টাকার কাছে আমরা বিক্রি হব না। জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর এতে সভাপতিত্ব করেন।