রোববার,

১৯ জানুয়ারি ২০২৫,

৫ মাঘ ১৪৩১

রোববার,

১৯ জানুয়ারি ২০২৫,

৫ মাঘ ১৪৩১

Radio Today News

বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকে যাচ্ছেন সালাউদ্দিন আহমেদ

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৫:১৬, ১৬ জানুয়ারি ২০২৫

Google News
বিএনপির পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকে যাচ্ছেন সালাউদ্দিন আহমেদ

জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আজ বৃহস্পতিবার সর্বদলীয় বৈঠক করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৪টা থেকে এ সংলাপ শুরু হবে।

শুরুতে বিএনপির এই সংলাপে সংলাপে অংশ নিবে কি-না এবিষয়ে আলোচনা ছিল। তবে বিএনপি গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্রের সংলাপে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় কালের কণ্ঠকে তিনি বলেন, 'বিএনপি সংলাপে অংশ নেবে। দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যাচ্ছেন প্রধান উপদেষ্টার সংলাপে।'

 কিছুক্ষণের মধ্যে গুলশানের বাসা থেকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির উদ্দেশে সালাউদ্দিন রওনা করবেন বলেও মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সরকারের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে বৃহস্পতিবার একটি সর্বদলীয় বৈঠক করা হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ৩১ ডিসেম্বর শহীদ মিনারে 'জুলাই বিপ্লবের ঘোষণাপত্র' প্রকাশের মাধ্যমে 'বাহাত্তরের মুজিববাদী সংবিধানের কবর রচনা হবে' এমন ঘোষণা দেওয়া হয়েছিল

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের