মঙ্গলবার,

১৪ জানুয়ারি ২০২৫,

১ মাঘ ১৪৩১

মঙ্গলবার,

১৪ জানুয়ারি ২০২৫,

১ মাঘ ১৪৩১

Radio Today News

ভারতকে সীমান্তে বেড়া তৈরির অনুমতি দিয়েছিল শেখ হাসিনা: রিজভী

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:২১, ১৩ জানুয়ারি ২০২৫

Google News
ভারতকে সীমান্তে বেড়া তৈরির অনুমতি দিয়েছিল শেখ হাসিনা: রিজভী

সীমান্তের শূন্যরেখায় ভারতকে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে অনুমতি দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের সার্বভৌমত্বকে দুর্বল করেছে। এমনটাই অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে এই অভিযোগ করেন রিজভী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল আয়োজন করে জাতীয়তাবাদী রিকশা ভ্যান অটো–রিকশা চালক শ্রমিক দল।

সেখানে রিজভী বলেন, ‘শেখ হাসিনা ভারতকে যে সুবিধা দিয়েছে সেই কারণে আলাপ–আলোচনা ছাড়াই ভারত জোর করে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। শুধুমাত্র শেখ হাসিনা সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে ভারত ১৬০ জায়গায় কাঁটাতারের বেড়া দিয়েছে।

তিনি আরও বলেন, ‘আমাদের সীমান্তে ৮৫৭ কিলোমিটার বেড়া দেওয়া বাকি রেখেছে ভারত। কিন্তু বেড়া দেওয়ার জন্য ভারত এখন আন্তর্জাতিক নিয়ম, দুই দেশের মধ্যে হওয়া চুক্তি এবং আগে যে আলাপ–আলোচনা হয়েছে সেটা মানছে না। আইন অনুযায়ী, শূন্য রেখা থেকে ১৫০ গজের মধ্যে কোনো উন্নয়ন কাজ হবে না এমনকি কোনো স্থাপনাও করা যাবে না। এরকম কিছু করতে হলে দুই দেশের মধ্যে আলাপ–আলোচনা করতে হবে। সেটাও না মেনে তারা লালমনিরহাটসহ বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে।‘

শূন্যরেখায় ভারতের বেড়া দেওয়ার চেষ্টা রুখে দিতে বিজিবির সঙ্গে স্থানীয়দের যোগ দেওয়াকে দৃষ্টান্তমূলক বর্ণনা করে রিজভী বলেন, হাসিনা তার আমলে এটা করতে দেয়নি। তিনি ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন।‘

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের