মঙ্গলবার,

১৪ জানুয়ারি ২০২৫,

১ মাঘ ১৪৩১

মঙ্গলবার,

১৪ জানুয়ারি ২০২৫,

১ মাঘ ১৪৩১

Radio Today News

এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি: আমির খসরু

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৪, ১২ জানুয়ারি ২০২৫

Google News
এই বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে অগণতান্ত্রিক অবস্থা বেশি দিন চলতে পারেনা। তাই এ বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান।  

এর আগে বিকেলে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করতে আসেন ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। 

বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। 

বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে আমির খসরু জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে।

তিনি জানান, অর্থনৈতিক পরিস্থিতি, সংস্কার এবং নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা কী তা ইইউ প্রতিনিধি জানতে চেয়েছেন। 

বিএনপির এই শীর্ষ নেতা জানান, যেসব বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাবে, আপাতত সেসব সংস্কার হতে পারে, বাকি সংস্কার নির্বাচিত সরকার এসে করবে বলে ইইউ প্রতিনিধিকে জানানো হয়েছে।  

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের