দেশের তৈরি পোশাকখাত নিয়ে প্রতিবেশি একটি দেশ অপপ্রচার এবং ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন শ্রম উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসাইন। তিনি বলেছেন, সরকার নিজেদের ক্ষতি করে অন্য দেশের মেহমানদারি করবে না। তৈরি পোশাকের এক্সেসরিজ পণ্য এবং যন্ত্রপাতির প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এ আয়োজন করা হয়।
উপদেষ্টা বলেন, বিগত সরকারেরর সময়ে দুর্নীতির মাধ্যমে পুরো ব্যাংকিং খাতকে ধ্বংস করা হয়েছে। বিভিন্ন মাফিয়া গ্রুপ তৈরি করা হয়েছে, তাদের এবার নাড়া দেওয়া হবে। বেক্সিমকোর উদাহরণ দিয়ে তিনি বলেন, কোনো রপ্তানি না করেও একটি ব্যাংক থেকে ১০০ কোটি টাকা নিয়ে গেছে তারা। অন্য একটি গ্রুপ একাই ৫৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছিল।
বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিউবিশন যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করে। চার দিনব্যাপী দুইটি প্রদর্শনীতে ২৫টি দেশের ৫০০ প্রতিষ্ঠান অংশ নেয়। তৈরি পোশাক উৎপাদনে ব্যবহৃত সর্বাধুনিক যন্ত্রপাতি বা গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য নিয়ে গার্মেন্টস টেকনোলজি প্রদর্শনী আয়োজকদের এ ধরনের ১৪তম সংস্করণ।
রেডিওটুডে নিউজ/আনাম