শনিবার,

১১ জানুয়ারি ২০২৫,

২৮ পৌষ ১৪৩১

শনিবার,

১১ জানুয়ারি ২০২৫,

২৮ পৌষ ১৪৩১

Radio Today News

‘অন্তঃসত্ত্বা’ সাংবাদিককে হুমকি দিয়েছিলেন টিউলিপ সিদ্দিকি: দ্য টেলিগ্রাফ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৬, ১১ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৫৭, ১১ জানুয়ারি ২০২৫

Google News
‘অন্তঃসত্ত্বা’ সাংবাদিককে হুমকি দিয়েছিলেন টিউলিপ সিদ্দিকি: দ্য টেলিগ্রাফ

শেখ হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে। ওই সময় সেই সাংবাদিক অন্তঃসত্ত্বা ছিলেন। সেই সাংবাদিকের শারীরিক অবস্থা নিয়ে বাজে মন্তব্য করতে ছাড়েননি তিনি।

ওই ভিডিও পোস্ট করে গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

ভিডিওতে দেখা যায়, ২০১৬ সাল শেখ হাসিনার শাসনামলে নিখোঁজ হওয়া ব্রিটিশ-বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার আরমানের ব্যাপারে ২০১৭ সালে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপকে প্রশ্ন করেছিলেন ‘চ্যানেল-৪’ এর এক ব্রিটিশ সাংবাদিক। জবাবে সাংবাদিকের উদ্দেশে টিউলিপ বলেছিলেন, ‘খুব সতর্ক থাকুন।’

টিউলিপ হুমকির সুরে বলেন,‘ আমি হ্যাম্পস্টেড এবং কিলবার্নের একজন লেবার এমপি। আমি একজন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য। খুব সাবধান থাকবেন। আমি বাংলাদেশি নই এবং আপনি যার কথা বলছেন, তাদের মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমার বক্তব্য এখানেই শেষ।’

শেষের দিকে টিউলিপ অন্তঃসত্ত্বা সাংবাদিক ও প্রডিউসার ডেইজি আইলিফকে বলেন, এখানে আসার জন্য ধন্যবাদ ডেইজি। আশা করি, তোমার সন্তান ভালোভাবে হবে। কারণ, প্রসব খুবই কঠিন। দেখা হবে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের