বৃহস্পতিবার,

০৯ জানুয়ারি ২০২৫,

২৬ পৌষ ১৪৩১

বৃহস্পতিবার,

০৯ জানুয়ারি ২০২৫,

২৬ পৌষ ১৪৩১

Radio Today News

ভারতের শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:৩০, ৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৮:৩১, ৮ জানুয়ারি ২০২৫

Google News
ভারতের শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনার ডিপ্লোমেটিক পাসপোর্ট বাতিল সম্পর্কে ভারত সরকারকে জানানোর পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে নয়া দিল্লী, এমন তথ‍্য এসেছে দেশটির সংবাদমাধ্যমে। বিষয়টি বাংলাদেশের জনগণ ভালোভাবে নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অন‍্যদিকে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে বাংলাদেশের কিছু করাণীয় নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এমতাবস্থায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশে ফেরত পাঠানোর কথা জানিয়ে ভারতকে চিঠি দেওয়া হলেও এখন পর্যন্ত ভারত আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি। তবে এমন প্রেক্ষাপটে ভারত তার ভিসার মেয়াদ বাড়িয়ে দিয়েছে বলে তথ্য এসেছে দেশটির সংবাদমাধ্যমে। 

এদিকে মঙ্গলবার প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, জুলাই-আগস্টের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।

বুধবার সকালে এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়ানোর খবরটি জনগণ ভালোভাবে নেয়নি। 

অন‍্যদিকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার ভারতের ভিসার মেয়াদ বৃদ্ধি সম্পর্কে পত্রিকা মারফত জেনেছেন তিনি। 
 
শেখ হাসিনাকে ফেরত আনার জন্য চিঠি দিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এখনো জবাব দেয়নি ভারত। 

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের