বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫,

২৫ পৌষ ১৪৩১

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫,

২৫ পৌষ ১৪৩১

Radio Today News

বিমানবন্দরের উদ্দেশ্য রওনা হয়েছেন খালেদা জিয়া

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২০:২৫, ৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ২০:৫০, ৭ জানুয়ারি ২০২৫

Google News
বিমানবন্দরের উদ্দেশ্য রওনা হয়েছেন খালেদা জিয়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্য গুলশানে ফিরোজা থেকে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যর লন্ডনের উদ্দেশ্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে কাল রাত ১০টায়  শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নাম্বার গেট অর্থাৎ ভিভিআইপি গেট দিয়ে ঢাকা ত্যাগ করবেন তিনি।

মঙ্গলবার রাত ৮টা ১০ বিপুল সংখ্যক নেতাকর্মীদের ভিড় সামলে গুলশানের বাসা থেকে রওনা দেন তিনি। শেষ মূহর্তে খালেদা জিয়াকে বিদায় জানাতে বিমানবন্দর সড়ক জুড়ে নেতাকর্মীদের ভিড় দেখা যায়। তারা সাবেক এই প্রধানমন্ত্রীকে সশরীরে হাজির থেকে বিদায় জানাতেই সড়কে জড়ো হয়েছেন বলে জানিয়েছেন।

ইতিমধ্য খালেদা জিয়ার সাথে দেখা করার জন্য ফিরোজায় দেখা করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা। 

ইতিমধ্যে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিমানবাহিনী, র‍্যাব, এপিবিএন ও আনসার বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা বিমান বন্দরের পুরো এলাকাজুড়ে অবস্থান নিয়েছেন। বিমানবন্দরের অভ্যন্তরীণ রুটে সাধারণ যাত্রী চলাচলের বেশ কিছু জায়গায় বিকল্প পথ ব্যবহারের করতে বলা হয়েছে।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের