বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫,

২৫ পৌষ ১৪৩১

বুধবার,

০৮ জানুয়ারি ২০২৫,

২৫ পৌষ ১৪৩১

Radio Today News

জয় বাংলা বলা অপরাধ হয়ে থাকলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন: রব

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৮:২২, ৭ জানুয়ারি ২০২৫

Google News
জয় বাংলা বলা অপরাধ হয়ে থাকলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন: রব

জয় বাংলা বলা যদি অপরাধ হিসেবে বিবেচিত হয় তাহলে নিজেকে ফাঁসির ঝুলিয়ে দিতে বললেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব।

গতকাল সোমবার (৬ জানুয়ারি) বিকেলে সিরাজুল আলম খানের (দাদা ভাই) ৮৪তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভায় আ স ম রব এ কথা বলেন। সিরাজুল আলম খান গবেষণা কেন্দ্র এই অনুষ্ঠানের আয়োজন করে।

এসময় রব বলেন, ‘আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম। আমার সাথে আরও অনেকে ছিল। জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তাহলে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন।’

জেএসডি সভাপতি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় যারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, তারা জয় বাংলা বলে মৃত্যুবরণ করেছেন। বিজয় লাভ করার পর জয় বাংলা এই দুটি শব্দ বলে বিজয় উদযাপন করেছেন। তারা বলেছেন বাংলার জয়, বাঙালির জয়।’

কবি নজরুল ইসলামের বিষয়ে তিনি বলেন, ‘বিদ্রোহী কবিকে জাতীয় কবি হিসেবে আপনারা গেজেট করেছেন। কবিকে আমি আর আব্দুল কুদ্দুস মাখন বিমানবন্দর থেকে উনি যেখানে থাকবেন সেখানে নিয়ে গিয়েছিলাম। বিদ্রোহী কবিও লিখেছিলেন বাংলার জয়, বাঙালির জয়।’

আ স ম আবদুর রব আরও বলেন, ‘এটা নিয়ে কোর্টে মামলা আছে, আমি এটা নিয়ে আর মন্তব্য করব না।’

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের