চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ (রোববার) রাত ৮টায় রাজধানীর গুলশানে তাঁর বাসভবনে এ বৈঠক হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দলীয় সূত্রে জানা গেছে, সব কিছু ঠিক থাকলে আগামী ৭ জানুয়ারি রাত ১০টায় লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করতে পারেন খালেদা জিয়া। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে তিনি ওমরাহ পালন করতে পারেন।
বিএনপি সূত্র আরও জানায়, দীর্ঘ যাত্রার জন্য বিশেষায়িত এয়ার অ্যাম্বুল্যান্সে তাঁকে লন্ডনে নেওয়া হবে। সফরসঙ্গী হিসেবে ১৬ জনের একটি তালিকা এরই মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে।
এর আগে ২০১৭ সালের ১৬ জুলাই তিনি লন্ডন গিয়েছিলেন এবং ১৮ অক্টোবর দেশে ফিরে আসেন। ওই সময়ে তিনি যুক্তরাজ্যের চিকিৎসক ডা. হ্যাডলি ব্যারির অধীনে চিকিৎসা নেন।
রেডিওটুডে নিউজ/আনাম