সোমবার,

০৬ জানুয়ারি ২০২৫,

২৩ পৌষ ১৪৩১

সোমবার,

০৬ জানুয়ারি ২০২৫,

২৩ পৌষ ১৪৩১

Radio Today News

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার আসামি গ্রেপ্তার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৩, ৩ জানুয়ারি ২০২৫

Google News
খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার আসামি গ্রেপ্তার

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তেজগাঁও থানা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি হাসান। গতকাল শুক্রবার রাজধানীর মনিপুরিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তেজগাঁও থানার ওসি শামীমুর রহমান আমার দেশকে জানান, স্থানীয় সূত্রের মাধ্যমে খবর পেয়ে আবুল হাসানকে গ্রেপ্তার করা হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ছাত্রলীগ নেতা হাসান। এছাড়া গত জুলাই-আগস্ট বিপ্লবে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা রয়েছে।

জানা গেছে, গত ২০১৫ সালের ২০ এপ্রিল কারওয়ান বাজার এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণকালে খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তাঁর গাড়ি বহরে হামলা চালায় ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা। ওই ঘটনায় খালেদা জিয়া প্রাণে বেঁচে গেলেও তার গাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলায় বিএনপির বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা-কর্মী ও খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের কয়েকজন গুরুতর আহত হন। প্রায় ১০ বছরেও ওই ন্যক্কারজনক হামলার তদন্ত করেনি ফ্যাসিস্ট হাসিনা সরকার। সরকারের নির্দেশেই ওই হামলার তদন্ত কাজ হিমাগারে চলে গেছে বিএনপি বার বার অভিযোগ করে আসছিল।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের